Sylhet View 24 PRINT

পর্তুগালে পর্যটকবাহী বাস খাদে, ২৯ জন নিহত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৮ ১২:৫২:০৪


সিলেটভিউ ডেস্ক :: পর্তুগালে জার্মান পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২৭ জন। নিহতদের মধ্যে ১১ পুরুষ ও ১৮ নারী রয়েছেন।

গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পর্তুগালের মাদেইরা দ্বীপের ক্যানিকো শহরে এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

স্থানীয় মেয়র ফিলিপ সওসা দুঃখপ্রকাশ করে বলেন, ‘এ দুর্ঘটনা সম্পর্কে বলার মতো শব্দ আমার কাছে নেই। এ ঘটনায় ভুক্তভোগীদের সম্মুখীন আমি হতে পারব না।’

মেয়র জানান, বাসের সব পর্যটকই ছিলেন জার্মান। তবে কিছু স্থানীয় মানুষও হতাহতদের মধ্যে থাকতে পারেন। নিহতদের মধ্যে ১১ পুরুষ ও ১৮ নারী রয়েছেন। বাসটিতে ৫৫ যাত্রী ছিলেন।

এ দুর্ঘটনার পরই পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সোওসা ঘটনাস্থল পরিদর্শনে মাদেইরাতে গিয়েছেন।

এ ঘটনায় পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কস্টা জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলকে সমবেদনা জানিয়েছেন।

জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন সেবার্ট এক টুইট বার্তায় বলেন, ‘এই বাস দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের সবার জন্য দুঃখপ্রকাশ করছি। আমরা এখন ভাবছি, এ দুর্ঘটনায় আহতদের জন্য।’

সৌজন্যে: এন টিভি

সিলেটভিউ ২৪ডটকম/১৮ এপ্রিল ২০১৯/মিআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.