আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

শ্রীলঙ্কায় বিভিন্ন স্থানে সংঘর্ষ, নিহত ১

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৪ ১১:১৬:৪১


সিলেটভিউ ডেস্ক ::  শ্রীলঙ্কায় বিভিন্ন স্থানে সংঘর্ষ, আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবারের এসব ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া বেশকয়েক জনকে আটক করা হয়েছে।

দেশটির হেত্তিপোলা শহরের বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে, বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়ার পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালায় বিশৃঙ্খলাকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।
সাম্প্রদায়িক সহিংসতা এড়াতে তিন জেলার পর সোমবার দেশজুড়ে জারি করা হয় ৭ ঘণ্টার কারফিউ। বন্ধ করে দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। সহিংসতা বন্ধে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। ভুয়া খবর বা গুজবে কান না দেয়ারও আহ্বান জানান তিনি।

এর আগে রোববার ফেসবুকে এক পোস্টের জেরে চিলাউ শহরের তিনটি মসজিদ ও মুসলিম মালিকানাধীন কয়েকটি দোকানে হামলা চালায় স্থানীয় খ্রিস্টানরা।


সৌজন্যে: বিডি প্রতিদিন

সিলেটভিউ ২৪ডটকম/১৪ মে ২০১৯/মিআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন