Sylhet View 24 PRINT

পশ্চিমবঙ্গ মমতার ব্যক্তিগত সম্পত্তি নয় : মোদি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৭ ১৭:০০:০৪

সিলেটভিউ ডেস্ক :: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে নিজের ‘জায়গির’ (ব্যক্তিগত সম্পত্তি) ভেবে নিয়েছেন বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাজ্যে শেষ দফার নির্বাচনী প্রচারে এসে মথুরাপুরে এক নির্বাচনী সভায় এমন দাবি করেন তিনি।

মমতার কটাক্ষ করে মোদি বলেন, ‘দিদি আপনি পশ্চিমবঙ্গকে নিজের আর নিজের ভাইপোর জায়গির ভেবে নিয়েছেন। কিন্তু দিদি এটা মনে রাখবেন, পশ্চিমবঙ্গ আপনার ব্যক্তিগত সম্পত্তি নয়। আপনার অহংকারের উত্তর দেবে বাংলার মানুষ।’

মোদির এমন মন্তব্যকে বিজেপির পরাজয়ের ইঙ্গিত হিসেবে অভিহিত করে তৃণমূল কংগ্রেস বলেছে, ‘এত দিন উনি কেন্দ্রীয় সংস্থা দিয়ে চাপ তৈরি করেছেন। এখন জনগণের প্রত্যাখ্যান বুঝে মমতা এবং অভিষেকের প্রতি ব্যক্তিগত আক্রমণ তীব্র করছেন। এতে তাদের লাভ হবে না। উল্টো মমতারই সমর্থন বাড়বে।’

বৃহস্পতিবার মথুরাপুর এবং দমদম দুই সভাতেই মমতাকে তীব্র আক্রমণ করেন মোদী। মথুরাপুরে তিনি বলেন, ‘তৃণমূলের গুন্ডারা এখানে হিংসার পরিবেশ তৈরি করে রেখেছে। ফলে গণতন্ত্রের বদনাম হচ্ছে।’

মোদি বলেন, ‘দিদি, ভোটে জয়-পরাজয় আসে যায়। এটাই গণতন্ত্রের লক্ষণ। বাংলার জনতা এক সময় আপনাকে এত শক্তি দিয়েছিল। আজ সেই জনতাই আপনাকে হটাতে চাইছে। একেবারে খোলাখুলি। দিদি, বাংলার সত্যকে এবার স্বীকার করুন।’



সৌজন্যে : জাগোনিউজ২৪

সিলেটভিউ ২৪ডটকম/১৭ মে ২০১৯/গআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.