আজ মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

ব্রাজিলে বেলেম শহরে বন্দুক হামলায় ১১ জন নিহত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২০ ১১:৪০:৪৬


সিলেটভিউ ডেস্ক :: ব্রাজিলের উত্তরের পারানা রাজ্যের বেলেম শহরের একটি বারে আজ সন্ত্রাসী হামলায়  ছয় নারী এবং পাঁচজন পুরুষ নিহত হয়েছেন।   রিও ডি জেনেইরো  থেকে গণমাধ্যমের খবরে এ তথ্য দেওয়া হয় । রাষ্ট্রীয় কর্মকর্তারা কেবল নিশ্চিত করেছেন যে "একটি গণহত্যা" সংঘটিত হয়েছে, কিন্তু কোন বিস্তারিত তথ্য দেননি।

জি ওয়ান নিউজ ওয়েবসাইটে বলা হয়েছে, পুলিশ ওই হামলায় সাতজন বন্দুকধারী জড়িত ছিল বলে স্বীকার করেছে।  সংবাদ মাধ্যম বলছে, হামলাকারীরা বারে একটি মোটরসাইকেল ও তিনটি গাড়িতে করে এসেছিল ।

মার্চ মাসের শেষের দিকে  কেন্দ্রীয় সরকার ৯০  দিন ধরে নিরাপত্তা জোরদারের জন্য ন্যাশনাল গার্ড বাহিনীকে বেলরেম পাঠিয়েছিল ।

একজন রাষ্ট্রীয় মুখপাত্র নাটালিয়া মেলো শুধু এটুকু বলেছেন: এটি  নিশ্চিত গণহত্যা । রাষ্ট্রীয় যোগাযোগ কর্মকর্তারা সাংবাদিকদের ফোন কলের উত্তর দিচ্ছেন না । পারানা রাজ্যের সামরিক ও বেসামরিক পুলিশও ফোন কল বা ইমেইলে সাড়া দেয়নি ।
তথ্য ও ছবি- ভয়েস অব আমেরিকা

সৌজন্যে : কালের কণ্ঠ

সিলেটভিউ ২৪ডটকম/২০ মে ২০১৯/মিআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন