আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

পাকিস্তানে নতুন প্রযুক্তির যুদ্ধবিমান, আতঙ্কে ভারত!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২২ ১৩:২৩:১১


সিলেটভিউ ডেস্ক :: আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মরিয়া বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। তারই জের ধরে ভারতের আধুনিক যুদ্ধবিমানকে চ্যালেঞ্জ দিয়ে পাকিস্তানি বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তির বিমান। মিরাজ-৩ ও ৫ কে টেক্কা দিতে তৈরি করা জেএফ-১৭ যুদ্ধবিমান নিয়ে উদ্বেগে রয়েছে ভারত।

তুরস্কের প্রভাবশালী গণমাধ্যম ইয়ানি শাফাক মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। এ ব্যাপারে পাকিস্তানের সামরিক সূত্র জানিয়েছে, পাকিস্তানের বিমান বাহিনীতে চলতি বছরের জুন মাসে জেএফ-১৭ ব্লক দুই মডেলের যুদ্ধবিমান যুক্ত হবে।
পাকিস্তানের সামরিক সূত্র আরও জানায়, ২০০৯ সাল থেকে পাকিস্তানের বিমান প্রস্তুতকারী সংস্থা অ্যারোনেটিক্যাল কমপ্লেক্স ও চেঙ্গডু অ্যারোস্পেস কর্পোরেশন ১০০ বেশি জেএফ-১৭ তৈরি করেছে, এর প্রথম সিরিয়াল ছিল ০৯-১১১।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে এ পর্যন্ত পাকিস্তান অ্যারোনেটিক্যাল কমপ্লেক্স ৫০টি ব্লক-১ বিমান এবং ১২টি ব্লক-২ বিমানসহ ৬২টি ব্লক এজএফ-১৭এস উৎপাদনের আদেশ পেয়েছে।

সৌজন্যে :বিডি প্রতিদিন

সিলেটভিউ ২৪ডটকম/২২ মে ২০১৯/মিআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন