আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

পদত্যাগ করতে যাচ্ছেন মোদি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২৪ ১৫:৪০:২১

সিলেটভিউ ডেস্ক :: লোকসভা নির্বাচনে বিশাল জয় পেয়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আর এই ভূমিধস জয়ে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিবেন নরেন্দ্র মোদি। ১৭তম লোকসভা নির্বাচনে এই বিজয়ের পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। একই সঙ্গে ১৬তম লোকসভা ভেঙে দিতে আজ শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক আহ্বান করা হয়েছে।

ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ১৬তম লোকসভা ভেঙে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতেই এ সভার আয়োজন করা হয়েছে। সভায় সিদ্ধান্তটি পাস হওয়ার পর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আনুষ্ঠানিকভাবে চলতি লোকসভা ভেঙে দিলে শুরু হবে ১৭তম লোকসভা গঠনের প্রস্তুতি। চলতি ১৬তম লোকসভার মেয়াদ শেষ হবে ৩ জুন।
একই সঙ্গে সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগপত্র জমা দিতে পারেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।



সৌজন্যে : বিডি প্রতিদিন

সিলেটভিউ ২৪ডটকম/২৪ মে ২০১৯/গআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন