Sylhet View 24 PRINT

শ্রীলঙ্কায় মসজিদ ভাঙার কারণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১০ ১৪:১৮:১৪

সিলেটভিউ ডেস্ক :: শ্রীলঙ্কার কেকিরাওয়া প্রদেশে মুসলিমরা একটি মসজিদ ভেঙেছে। দেশটির নিষিদ্ধ ঘোষিত জিহাদী সংগঠন ন্যাশনাল তাওহীদ জামাত (এনটিজে) ওই মসজিদটি ব্যবহার করতো। তাই ওই এলাকার মুসলিমরা সম্প্রতি মসজিদটি ভেঙে ফেলে।

ধারণা করা হয়, ন্যাশনাল তাওহীদ জামাতের সাথে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সংশ্লিষ্টতা আছে। গত ২৯ এপ্রিল সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট।

মসজিদের ট্রাস্টিস এমএইচএম আকবর খান বলেন, বাইরের দেশের অর্থায়নে নির্মিত এই মসজিদ এনটিজের সদস্যরা ব্যবহার করতো। দেশের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে মসজিদটি তারা ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া এখানে আরও একটি একটি মসজিদ আছে। এক এলাকায় দুটি মসজিদের দরকার নেই।

ইস্টার সানডের দিনে শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার পর দেশটির মুসলিম বিদ্বেষী মনোভাব তৈরি হয়েছে। ইস্টার সানডের ওই বোমা হামলায় ৪৫ জন বিদেশি নাগরিকসহ ২৫৮ জন নিহত ও আরও প্রায় ৫০০ জন আহত হন।-সূত্র: ডেইলি মিরর


সৌজন্যে- বাংলাদেশ প্রতিদিন


সিলেটভিউ২৪ডটকম/১০ জুন ২০১৯/ডেস্ক/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.