আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

সৌদিতে ভুল তারিখে ঈদ, কাফফারা ১৬০ কোটি রিয়াল!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১২ ২১:৫৬:৩৯

আন্তর্জাতিক ডেস্ক :: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে গত ৪ জুন পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করা হয়। কিন্তু এ দিন ঈদ পালন ছিল ভুল।   আর এ ভুলের কারণে সৌদ সরকার কাফফারা দিয়েছে ১৬০ কোটি রিয়াল।

এমন দাবি করেছে পাকিস্তানের টোয়েন্টিফোর নিউজ চ্যানেল।  তাদের বরাতে এমন খবর প্রকাশ করেছে দ্য ইসলামিক ইনফরমেশন ডটকম। 

টোয়েন্টিফোর নিউজ চ্যানেলের দাবি, সৌদি নিজেদের ভুলের কারণে ১৬০ কোটি রিয়াল কাফফারা দিলেও তা স্বীকার করেনি।

প্রকাশিত সংবাদ অনুসারে, সৌদি আরব ৪ জুন ঈদ করেছে, যা ছিল ভুল। ৩ জুন চাঁদ দেখার যে খবর, তাও ছিল ভুল।  ফলে ৪ জুন রোজা না রেখে ঈদ পালন করায় তারা কাফফারা দিয়েছে।

তবে সৌদি আরবে যে ভুল হয়েছে, তা দেশটির সরকার কিংবা সংবাদমাধ্যম কেউই স্বীকার করেনি।

প্রসঙ্গত, www.unewstv.com নামে একটি চ্যানেলে এ সংক্রান্ত সংবাদের ভিডিও আপলোড করা হয়েছিল।  তবে সেটি এখন আর সচল নেই।

সিলেটভিউ২৪ডটকম/১২ জুন ২০১৯/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন