আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

লাইভ টকশো'তে সাংবাদিককে ফেলে পেটালেন পিটিআই নেতা!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২৬ ১৪:৫৭:২৯

সিলেটভিউ ডেস্ক :: টিভিতে লাইভ টকশো চলাকালীন এক সাংবাদিকের ওপর চড়াও হওয়ার একটি ঘটনা ঘটেছে পাকিস্তানে। আর অপ্রীতিকর এই ঘটনাটি ঘটিয়েছেন দেশটির ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর জ্যেষ্ঠ নেতা মসরুর আলী সিয়াল। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় উঠেছে।

ভারতীয় গণমাধ্যমে খবর, গত সোমবার রাতে পাকিস্তানি সংবাদ চ্যানেলে ‘নিউজ লাইন উইথ আফতাব মুঘেরি’ নিয়ে টকশো চলছিল। সেখানেই দেশটির জ্যেষ্ঠ সাংবাদিক ও করাচি প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ খান ফারানের ওপর চড়াও হন ওই পিটিআই নেতা।
জানা গেছে, বিতর্ক চরমে পৌঁছলে ক্ষুব্ধ হয়ে সাংবাদিককে ধাক্কা মেরে ফেলে তার উপর ঘুষি মারতে থাকেন মসরুর আলী। পরিস্থিতি চরমে ওঠায় উপস্থিত অন্যান্যরা অনেক কষ্টে তাকে টেনে সরিয়ে আনেন। পরবর্তীতে দুজনেই পুনরায় নির্ধারিত জায়গায় বসে টকশোতে অংশ নেন।

সৌজন্যে : বিডি-প্রতিদিন

সিলেটভিউ ২৪ডটকম/২৬ জুন ২০১৯/মিআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন