আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ইসরাইলের পরমাণু অস্ত্র নিয়ে আপনি কথা বলছেন না কেন? ট্রাম্পকে রুহানি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২৬ ২০:৪৯:৪৬

সিলেটভিউ ডেস্ক :: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু অস্ত্র নিয়ে ব্যাপক মিথ্যাচার করলেও ইসরাইলের পরমাণু অস্ত্রের বিষয়ে তিনি অন্ধের মতো দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন।

বুধবার তেহরানে একটি সরকারি বৈঠকে বক্তৃতাকালে রুহানি বলেন, ডোনাল্ড ট্রাম্প যদি বাস্তবেই পরমাণু অস্ত্র নিয়ে চিন্তিত থাকেন তাহলে তার উচিত ইসরাইলের শত শত পরমাণু অস্ত্রের মজুদ নিয়ে কথা বলা।

এ সময় ট্রাম্পকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে রুহানি বলেন, ইসরাইলের পরমাণু অস্ত্র নিয়ে আপনি কথা বলছেন না কেন?

ইরানের প্রেসিডেন্ট জানান, জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা নিয়মিতভাবে তার দেশের পরমাণু স্থাপনা পরিদর্শন করছে এবং তারা তেহরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির স্বীকৃতিও দিয়েছ। সেখানে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে ট্রাম্পের অভিযোগ হাস্যকর বলে মন্তব্য করেন তিনি।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি পরমাণু অস্ত্রের উন্নয়ন ও মজুদ করার চেষ্টাকে হারাম ঘোষণা করেছেন বলেও জানান হাসান রুহানি।



সৌজন্যে : যুগান্তর

সিলেটভিউ ২৪ডটকম/২৬ জুন ২০১৯/গআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন