আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

লিবিয়া সংকটে পুতিনকে পাশে চায় তুরস্ক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-০৬ ২০:৪৮:৫৮

সিলেটভিউ ডেস্ক :: লিবিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে আলাপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

শনিবার এরদোগান পুতিনের সঙ্গে আলাপ করেন বলে প্রেসিডেন্ট সূত্রের বরাত দিয়ে খবর দিয়েছে আনাদলু ও ডেইলি সাবাহ।

খবরে বলা হয়, লিবিয়া সংকটের পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক বিষয়গুলো নিয়ে উভয় নেতা আলোচনা করেছেন। লিবিয়া সংকটে পুতিনকে পাশে চায় তুরস্ক।

ফোনালাপে রাশিয়ার সাবমেরিনে আগুন লেগে ১৪ নাবিকের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন এরদোগান। বন্ধুপ্রতীম দেশের এমন দুর্ঘটনায় তুরস্কের জনগণ শোকাহত জানিয়ে নিহত নাবিকদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছে তুরস্কের একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত বাহিনী। পাশাপাশি তুরস্কের দুজন নাগরিককে আটক করা হয়েছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, লিবিয়ার হাফতার বাহিনী তুরস্কের ছয় নাগরিককে আটকে রেখেছে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবিলম্বে এ নাগরিকদের মুক্তির দাবি জানানো হয়েছে।


সৌজন্যে : যুগান্তর

সিলেটভিউ ২৪ডটকম/০৬ জুলাই ২০১৯/গআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন