Sylhet View 24 PRINT

হজ নিয়ে হাজিদের সতর্ক করল সৌদি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১০ ১৮:৫৩:৩৫

সিলেটভিউ ডেস্ক :: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানরত মুসল্লিদের কোনো ধরণের রাজনৈতিক বা মতাদর্শকেন্দ্রীক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

মঙ্গলবার (৯ জুলাই) সৌদি আরবের কেবিনেট বৈঠকে এ বিষয়ে বাদশাহর পক্ষ একটি নির্দেশনা পড়ে শোনানো হয়।

ওই নির্দেশনায় হজযাত্রীদের পবিত্র ও মর্যাদাপূর্ণ স্থানগুলোর বরকত হাসিল এবং হজের বিধিবিধান সঠিকভাবে পালনে মনোনিবেশ করতে বলা হয়।

এছাড়া যে কোনো ধরণের ধর্মীয় ও রাজনৈতিক স্লোগান দেয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান।

সৌদি আরবের তথ্যমন্ত্রী তুর্কি বিন আবদুল্লাহ শাবানাহ বাদশাহর পক্ষে নির্দেশনাগুলো পড়ে শোনান।

বাদশাহ বলেন, হজযাত্রীদের রাজনৈতিক, ধর্মীয় ও সাম্প্রদায়িক স্লোগান দেয়ার বৈধতা নেই। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী হজের সময় রাজনৈতিক স্লোগান ও সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেয়ার চেষ্টা করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।এসময় হজযাত্রীদের নিরাপত্তার প্রতি জোর দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

ধারণা করা হচ্ছে, ইরানের সঙ্গে উত্তেজনার জেরে ইরানি হজযাত্রীরা সৌদি প্রশাসনের বিরুদ্ধে তৎপরতা চালাতে পারেন সে আশঙ্কা থেকেই এমন নির্দেশনা দিলেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।


সৌজন্যে : পূর্বপশ্চিম

সিলেটভিউ ২৪ডটকম/১০ জুলাই ২০১৯/গআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.