Sylhet View 24 PRINT

মনিবকে জ্যান্ত ছিঁড়ে খেলো অকৃতজ্ঞ পোষা কুকুর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১১ ১৩:৩৫:২৫

সিলেটভিউ ডেস্ক :: ফ্রেডি ম্যাক (৫৭)। যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা তিনি। এই লোকটার এক জোড়া জুতো ছাড়া এখন আর কিছুই অবশিষ্ট নেই। পুরাই উধাও! কেবল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কয়েকটা হাড়। সেগুলোও যেন চিবিয়ে রাখা হয়েছে। ম্যাকের পোষা ১৮ টি হিংস্র কুকুরের হাবভাবও একটু অন্যরকম। তবে কি এই কুকুরদের পেটেই গেছেন তাদের মালিক? তদন্ত নেমে শিউরে উঠেছেন পুলিশ কর্মকর্তারা।

গত মে মাস থেকে নিখোঁজ ছিলেন ফ্রেডি ম্যাক। টেক্সাসের ভেনাসে নিজের বিরাট অ্যাপার্টমেন্টে একাই থাকতেন তিনি। সঙ্গী বলতে ছিল ১৮টি কুকুর। হিংস্র সেই কুকুরদের ভয়ে আত্মীয়রাও ম্যাকের বাড়ির ছায়া মারাতেন না। তিনিই গিয়ে সকলের সঙ্গে দেখা-সাক্ষাৎ করে আসতেন। দীর্ঘ একমাস ম্যাকের খোঁজ না পেয়ে পুলিশে খবর দিয়েছিলেন তার আত্মীয়েরা। এরপরেই তদন্তে নামে পুলিশ।

জনসন কাউন্টির শেরিফ অ্যাডাম কিং জানান, ভেনাস ও তার আশপাশের এলাকায় কোনও খোঁজ মেলেনি ম্যাকের। শান্ত স্বভাবের মানুষ ছিলেন ম্যাক। বাড়িতে কুকুরদের সঙ্গে সময় কাটাতেই বেশি পছন্দ করতেন তিনি। সন্দেহটা দানা বাঁধে সেখান থেকেই।

অ্যাডাম কিং বলছেন, ম্যাকের বাড়িতে ঢুকতে গেলেই বাধা দিচ্ছিল কুকুরগুলো। গোটা বাড়িটা ঘিরে রেখেছিল তারা। তাই প্রথমে ড্রোন উড়িয়ে ভেতরের অবস্থা নজর রাখছিলাম আমরা।

তিনি বলেন, ড্রোন নামিয়েই দেখি বাড়ির কয়েকটি জায়গায় পড়ে রয়েছে চাবানো এবং ভাঙাচোরা হাড়। ব্যাপারটা মোটামুটি আন্দাজ করে কুকুরদের প্রথমে বাড়ি থেকে সরানো হয়। পরে দেখি, কুকুরদের মলে রয়েছে মানুষের চুল, জামার ছেঁড়া অংশ।

শেরিফ অ্যাডাম কিং বলেন, যে জামার অংশ মিলেছে, এমন জামা ম্যাকই পড়তেন। কুকুরের মল আর হাড়ের টুকরো ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে।

এদিকে, তদন্তকারীরা বলছেন, পোষা কুকুরের আক্রমণের কথা আগেও শোনা গেছে। তবে ম্যাককে যে তার কুকুররাই খেয়েছে সেটা বিশ্বাস করতে প্রথমে অসুবিধা হয়েছিল। কারণ দেখা গেছে, হিংস্র প্রাণীরা সাধারণত মানুষের মাংস কামড়ে, ছিঁড়ে খায়। তবে জামাকাপড়সহ একজন মানুষকে হজম করে ফেলার ঘটনা আগে দেখা যায়নি।

পোষা প্রাণীর তার মনিবের ওপর আক্রমণের বেশ কয়েকটি উদাহরণ রয়েছে ফরেন্সিক সায়েন্স জার্নালে । ২০১৭ সালে ন্যাশনাল জিওগ্রাফির একটি নিবন্ধেও এমন প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

২০১৫ সালের একটি সমীক্ষা বলছে, অন্তত ৬০টি ঘটনায় দেখা গেছে, পোষা কুকুররা হাত-পায়ের বদলে সাধারণত তার মনিবের নাক ও মুখেই প্রথম কামড় বসায়। চলতি বছরের শুরুতে দক্ষিণ ক্যারোলিনায় এক তরুণীকে তার দুই পোষা কুকুর রাস্তার মাঝেই জ্যান্ত ছিঁড়ে খেয়েছিল।

অ্যাডাম কিং জানান, ম্যাকের ঘটনাটি এ যাবতকালের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলোর মধ্যে একটি। মেডিক্যাল টেস্টের রিপোর্টও বলছে, হাড়ের টুকরো গুলোর সঙ্গে ম্যাকের ডিএনএ ম্যাচ করেছে। বাকি পরীক্ষা এখনও চলছে।

সৌজন্যে: কালের কণ্ঠ

সিলেটভিউ ২৪ডটকম/১১ জুলাই ২০১৯/মিআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.