Sylhet View 24 PRINT

ক্রাইস্টচার্চে নিহতদের পরিবারের সদস্যদের হজ করাবে সৌদি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৭ ১৮:০১:২২

সিলেটভিউ ডেস্ক :: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের ২০০ জনকে পবিত্র হজ পালনের সব খরচ বহন করার ঘোষণা দিয়েছে সৌদি বাদশাহ সালমান।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে বুধবার দেশটির প্রভাবশালী গণমাধ্যম আরব নিউজ এ খবর জানায়।

চলতি বছরের মার্চ মাসে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলা চালায় অস্টেলীয় শ্বেতাঙ্গ জঙ্গি ব্রেনটন ট্যারেন্ট।

এ হামলায় ৫১ জন নামাজরত মুসলমান নিহত হন। এ ছাড়া হামলায় ২০ জনের বেশি আহত হন।

সৌদির ধর্মমন্ত্রী শেখ আবদুল্লাতিফ বিন আবদুল আজিজ আল-আশেখ জানান, মঙ্গলবার সৌদি বাদশা এ সংক্রান্ত ঘোষণা দেন।

আল-আশেখ বলেন, সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে সৌদি তৎপর রয়েছে। এ হজ মৌসুমে তাদের পরিবারের সদস্যদের হজের খরচ বহন করবে সৌদি আরব।

তিনি আরও বলেন, তাদের হজ সফরে আমন্ত্রণে প্রয়োজনীয় সবকিছু করতে মন্ত্রণালয় নিউজিল্যান্ডে অবস্থিত সৌদি দূতাবাসের সঙ্গে কাজ করছে।


সৌজন্যে : যুগান্তর

সিলেটভিউ ২৪ডটকম/১৭ জুলাই ২০১৯/গআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.