আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

অস্ট্রিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্তে ৩ জনের মৃত্যু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-২০ ০৯:৪৯:২৮

সিলেটভিউ ডেস্ক :: ইউরোপের সবচেয়ে দীর্ঘ পর্বতমালা আল্পস-এ অস্ট্রিয়ার একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৫টার দিকে জার্মান সীমান্তের কাছে দুর্ঘটনাটি ঘটে। খবর ইন্ডিপেনডেন্টের।

অস্ট্রিয়ার পুলিশ জার্মান সংবাদ সংস্থা ডিপিএ’কে জানায়, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের নাম-পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। কর্তৃপক্ষকে উদ্ধৃত করে এপির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্তের পর সম্পূর্ণ পুড়ে যায়। বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত চলছে বলে খবরে বলা হয়েছে। বিমানটি যেখানে বিধ্বস্ত হয় সেই স্থানটি সমতল থেকে ১ হাজার ৩০০ মিটার ওপরে।

সৌজন্যে: বিডি-প্রতিদিন

সিলেটভিউ ২৪ডটকম/২০ জুলাই ২০১৯/মিআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন