Sylhet View 24 PRINT

এখন কাশ্মীর থেকেও ‘বউ’ আনতে পারি, হরিয়ানার মুখ্যমন্ত্রীর মন্তব্যে তোলপাড়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১০ ১৯:৩৪:৫৯

সিলেটভিউ ডেস্ক :: সম্প্রতি ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ও ৩৫এ ধারা প্রত্যাহার করা হয়েছে। এর মধ্য দিয়ে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়েছে। কাশ্মীর ইস্যুতে বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি নেতা ও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর।

আজ শনিবার একটি সভায় এ বিতর্কিত মন্তব্য করেছেন তিনি।

ওই সভায় তিনি বলেছেন, আমাদের মন্ত্রী ও পি ধনখড় বলতেন, তিনি বিহার থেকে 'বহু' (বউ) আনবেন। এখন লোকে বলছে, কাশ্মীরের রাস্তা পরিষ্কার। এখন আমরা কাশ্মীর থেকেও মেয়েদের আনতে পারি।

সম্প্রতি একই রকম বিতর্কিত কথা বলেন উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের বিজেপি বিধায়ক বিক্রম সিংহ সাইনি। ৩৫এ ধারা বাতিল হয়ে যাওয়ায় 'ফর্সা কাশ্মীরি নারীদের' বিয়ের সুযোগ এসেছে বলে মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, ৩৫এ ধারায় জম্মু-কাশ্মীরের বাসিন্দা কোনো নারী ভারতের অন্য রাজ্যের কোনও পুরুষকে বিয়ে করলে নিজের সম্পত্তি এবং কাশ্মীরের নাগরিকত্ব হারাতেন।


সৌজন্যে : আনন্দবাজার
সিলেটভিউ২৪ডটকম/১০ আগস্ট ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.