আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

আবারও মার্কিন ড্রোন ভূপাতিত করল হুথি বিদ্রোহীরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-২১ ১৭:২১:২৬

সিলেটভিউ ডেস্ক :: আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুথি বাহিনী। দেশটির হুথি নিয়ন্ত্রিত ধামার প্রদেশে ভূপাতি করা হয় ড্রোনটি। মার্কিন কর্তৃপক্ষও এ ঘটনা নিশ্চিত করেছে।

বুধবার রাজধানী সানার দক্ষিণ-পূর্বাঞ্চলে এই ড্রোন ভূপাতিত করা হয় বলে বাহিনীটির এক মুখপাত্র জানান।
আল-মাসাইরাহ টেলিভিশনের বরাত দিয়ে আন্তর্জআতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বিবৃতিতে জানায়, ইয়েমেনে এমকিউ-৯ নামে নিজেদের একটি ড্রোন ভূপাতিত হয়েছে। এই মুহূর্তে এ ব্যাপারে বিস্তারিত জানানোর মতো তথ্য তাদের হাতে নেই।

এর আগে গত জুনেও ইরানের সহায়তায় ইয়েমেনি হুথি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের আরও একটি ড্রোন ভূপাতিত করে বলে জানায় মার্কিন কর্তৃপক্ষ।

২০১৫ সালে হুতি শিয়া গোষ্ঠীর শক্তিশালী বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদি দেশত্যাগে বাধ্য হলে সংকটের সূত্রপাত হয়। আরব দেশগুলোর সুন্নি কর্তৃত্ব ধরে রাখতে তৎপর সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতকে সঙ্গে নিয়ে জোট গঠন করে হুতিদের নিধন করতে বিমান হামলা শুরু করে।

সৌজন্যে : বিডি-প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/২১ আগস্ট ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন