আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

২৫ বছরে শহরে প্রথম হত্যাকাণ্ড, নিজের বন্দুকের গুলিতেই মৃত্যু!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১০ ১৯:৪৮:১৮

সিলেটভিউ ডেস্ক :: ২৫ বছরে প্রথম এই শহরে দুর্ঘটনাবশত নিজের বন্দুকের গুলিতেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে লন্ডনের দক্ষিণ-পূর্বাঞ্চলে সিডেনহাম রোডে আকস্মিকভাবে ওই ঘটনা ঘটেছে বলে জানা যায়। বিষয়টি তদন্ত করে দেখছে লন্ডন পুলিশ।

ঘটনাস্থলের পাশেই বসবাস করা ৫৬ বছর বয়সী এক নারী লন্ডন পুলিশকে জানিয়েছেন, গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে গেছেন। কিন্তু সেখানে ওই ব্যক্তি ছাড়া আর কেউ ছিল না। জানা গেছে, গুলি করার জন্য তিনি বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে গাড়িতে ধাক্কা দিয়ে বন্দুকটি সচল করার চেষ্টা করেন। তবে ওই সময় গুলি বের হয়ে তিনি মারা যান। আর যাকে তিনি হত্যা করতে চেয়েছিলেন, সেই ব্যক্তি ওই ঘটনার ভিডিও ধারণ করেছেন।

ওই নারী গত ২৫ বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন। তবে এই সময়ের মধ্যে সেখানে কোনো ধরনের অপরাধ সংঘটিত হতে দেখেননি তিনি।

এদিকে, বিষয়টি জানতে পেরে লন্ডনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়।

এ ব্যাপারে লেবার পার্টির সাংসদ এলি রেভেস এক টুইট বার্তায় জানান, আমাদের সম্প্রদায়ে সহিংসতার কোনো স্থান নেই। আজ বিকেলে সিডেনহ্যামে মারাত্মকভাবে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার বিষয়টি জানতে পেরে হতবাক হয়েছি। নিহতের পরিবারের প্রতি সমবেদনা রইল।


সৌজন্যে : বিডি-প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/১০ সেপ্টেম্বর ২০১৯/জিএসি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন