Sylhet View 24 PRINT

কারবালায় পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১০ ২০:৫৪:৩২

সিলেটভিউ ডেস্ক :: ইরাকের ঐতিহাসিক কারবালা শহরে তাজিয়া মিছিলের সময় পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরো অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।খবর আল-জাজিজার।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ইরাকের রাজধানী বাগদাদ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে কারবালা প্রান্তরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল বদরের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, ৩১ জন নিহত হয়েছেন। এ ছাড়া শতাধিক আহত হয়েছে।

সংবাদ সংস্থা এপি এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার ইরাকের রাজধানী বাগদাদ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে কারবালা প্রান্তরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

কর্তৃপক্ষ বলছে, কারবালা প্রান্তরে তাজিয়া মিছিলটি চলাকালে হঠাৎ হুড়োহুড়ি লেগে যায় লোকজনের মধ্যে। এতে আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছুটাছুটি করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটে। যেখানে পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু হয়।

সৌজন্যে : পূর্বপশ্চিম
সিলেটভিউ২৪ডটকম/১০ সেপ্টেম্বর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.