Sylhet View 24 PRINT

গরুর নাম শুনলে অনেকের লোম খাড়া হয় কেন : মোদি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১১ ১৯:১২:২৬

সিলেটভিউ ডেস্ক :: গরু কিংবা ওম এই শব্দগুলো শুনলে কিছু মানুষ চমকে ওঠেন। তাদের লোম খাড়া হয়। এটা দুর্ভাগ্যজনক। উত্তরপ্রদেশের মথুরায় এক রোগ প্রতিরোধ কর্মসূচিতে অংশ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন মন্তব্য করেছেন। দেশটির গণমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

বুধবার জাতীয় পশু রোগ নিয়ন্ত্রণ কর্মসূচিসহ আরও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করে মোদি বলেন, ‘কিছু মানুষ গরু এবং ওম এর মতো শব্দ যদি শোনেন, তাহলে তাদের লোম খাড়া হয়ে যায়। তারা ভাবতে থাকেন দেশ ষোড়শ শতাব্দীতে ফিরে যাচ্ছে। পশুদের ছাড়া গ্রামীণ অর্থনীতির কথা কি কেউ বলতে পারবেন?’

তিনি আরও বলেন, ‘পরিবেশ ও প্রাণীকুল ভারতের অর্থনীতিতে সবসময়ই গুরুত্বপূর্ণ। আমরা নতুন ও শক্তিশালী ভারতের দিকে এগোতে পারব যদি প্রকৃতি ও অর্থনৈতিক অগ্রগতির মধ্যে সমতা বিধান করতে পারি।’ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও সেখানে উপস্থিত ছিলেন ।

নতুন প্রকল্পে দেশটির ৫০ কোটি পশুকে ‘পা ও মুখের রোগের’ প্রতিষেধক দিতে ২০২৪ সাল পর্যন্ত ১২ হাজার ৬৫২ কোটি রুপি ব্যয় করবে কেন্দ্রীয় সরকার। পশুদের তালিকায় গরু, মহিষ, ভেড়া, ছাগল ও শূকর রয়েছে। কর্মসূচির আওতায় গরুদের টিকা দেয়া হবে ।

প্রধানমন্ত্রী মোদি সেখানে কৃষক ও পশু চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। প্লাস্টিক বর্জ্য যারা পরিষ্কার করেন তাদের সঙ্গেও কথা বলেন তিনি। বোঝান এই কাজ কতটা গুরুত্বপূর্ণ। গরুর পেটে কোনোভাবে যেন প্লাস্টিক না যায় সে বিষয়ে গুরুত্ব দেন তিনি।

সৌজন্যে : জাগোনিউজ২৪
সিলেটভিউ২৪ডটকম/১১ সেপ্টেম্বর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.