Sylhet View 24 PRINT

মাত্র ১ টাকায় ইডলি,পিঠা,ডাল ও নারিকেলের চাটনি দিয়ে সকালের নাস্তা মেলে যে রেস্তোরাঁয়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৬ ১১:৫১:৫০

সিলেটভিউ ডেস্ক :: শায়েস্তা খাঁর আমলে টাকায় ৮ মণ চাল বা ৩ টাকায় একটি গরু কেনা গেলেও সেই সময় ১ টাকা জোগাড় করাও ছিল কষ্টসাধ্য ব্যাপার।

কিন্তু ৩০ বছর আগে যে খাবারের দাম ছিল ১ টাকা তা যদি এখনও এই দামেই মেলে, তবে তা সস্তাই বটে। নামমাত্র মূল্য বললেও অত্যুক্তি হবে না।

এমনই নামমাত্র মূল্যে খাবার বিক্রি করে আসছে ভারতের একটি রেস্তোরাঁ।

রেস্তোরাঁটি দেশটির দক্ষিণের শহর কোইমবাতোরে অবস্থিত। এর মালিক কামালাথাল নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধা।

ভারতীয় মুদ্রায় ১ টাকার কমে সকালের নাস্তা সরবরাহ করছে এ রেস্তোরাঁ। স্থানীয় খাবার ইডলি ও পিঠা পাওয়া যায় সেখানে। সঙ্গে ডাল ও নারিকেলের চাটনিও দেয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে উঠে এসেছে এসব খবর।

তারা জানায়, একই খাবার ৩০ বছর আগেও এই দামেই বিক্রি করতেন কামালাথাল। শুনতে অবাক লাগলেও গত ৩০ বছরে বাড়েনি খাবারের দাম।

তবে কি প্রতিদিনই লোকসান গুনতে হচ্ছে বৃদ্ধা কামালাথালের।

কিন্তু অবাক করে দিয়ে তিনি জানালেন, না প্রতিদিন কমপক্ষে ২০০ রুপি লাভ হয় তার।

যদিও সারা দিনে এই আয়ের পরিমাণ বলার মতো কিছু নয়। তবু এতেই সন্তুষ্ট কামালাথাল।

তিনি বলেন, সব কিনতে আমি ৩০০ রুপি খরচ করি। আর প্রতিদিন ২০০ রুপি লাভ করি। এতেই আমি খুশি। কারণ এত কম টাকায় খেতে পেরে সাধারণ মানুষ খুব খুশি হয়। আর তা দেখে আমারও প্রাণ জুড়ায়। দাম বেশি ধরলে হয়তো লাভ আরও অনেক হতো। কিন্তু তাতে মানুষের দোয়া পেতাম না। কাস্টমারও কম হতো।

তিনি আরও বলেন, মানুষকে খাওয়াতে আমার ভালো লাগে। যারা ভালো খাবার খেতে পারে না, তাদের আমি খাওয়াতে চাই। তাই খাবারের দাম আর বাড়াইনি।

এ বিষয়ে রেস্তোরাঁর এক নিয়মিত গ্রাহক ভারতীয় গণমাধ্যমকে জানান, এত কমে খাবার পেয়ে আমরা খুশি। এখান থেকে খেলে দুপুর পর্যন্ত পেট ভরা থাকে। নিম্নআয়ের লোকজনদের জন্য এ রেস্তোরাঁর বিকল্প নেই।

সৌজন্যে :  যুগান্তর

সি‌লেট‌ভিউ২৪ডটকম/১৬ সে‌প্টেম্বর ২০১৯/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.