Sylhet View 24 PRINT

হামলার আশঙ্কায় সৌদি ভ্রমণে নাগরিকদের সতর্ক যুক্তরাষ্ট্রের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৮ ১৮:০৬:৫৯

সিলেটভিউ ডেস্ক :: হামলার আশঙ্কায় সৌদি আরবে সফরের বিষয়ে নাগরিকদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে এ সতর্কতা জারি করা হয়।

বুধবার পররাষ্ট্র দফতর ভ্রমণ সতর্কতা জারি করে মার্কিন নাগরিকদের সৌদিতে সফরের সময় সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন মিশনের কর্মকর্তারা এবং তাদের পরিবারের সদস্যরা মিশনের প্রধানের অনুমতি ছাড়া আবহা বিমানবন্দর ব্যবহার করতে পারবে না।

সম্প্রতি ইয়েমেন থেকে প্রায়ই ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার শিকার হয়েছে সৌদি আরবের এই বিমানবন্দরটি। ইয়েমেন থেকে হুথি বিদ্রোহীরা ক্রমাগত আবহা বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। ওই এলাকায় সৌদি নেতৃত্বাধীন জোট হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে।

শনিবার সৌদির অ্যারামকো তেল কোম্পানির আবকাইক ও খুরাইশ স্থাপনায় হামলা চালানো হয়। এতে ওই দুই তেলক্ষেত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে, যেখান থেকে সৌদিতে হামলা চালানো হয়েছে সেই এলাকা শনাক্ত করা সম্ভব হয়েছে। ইরান থেকেই সৌদির দুই তেলক্ষেত্রে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

সৌজন্যে : বিডি প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/১৮ সেপ্টেম্বর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.