Sylhet View 24 PRINT

গঙ্গায় প্রতিমা বিসর্জন দিলেই জরিমানা ৫০ হাজার!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-০৬ ১৩:৪৩:৫৭

সিলেটভিউ ডেস্ক :: এবার গঙ্গায় প্রতিমা বিসর্জন ও পূজার সামগ্রী ফেলায় নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার। এছাড়া, প্রতিমা তৈরিতে বিষাক্ত দ্রব্য, রাসায়নিক, রঙ এবং অপচনশীল দ্রব্য ব্যবহারেও নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে গুণতে হবে ৫০ হাজার রুপি জরিমানা। সম্প্রতি পশ্চিমবঙ্গসহ ভারতের ১১টি রাজ্যকে এ নির্দেশনা দেয়া হয়েছে।

ভারতের 'ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা' এই নিষেধাজ্ঞা দিয়েছে। নির্দেশনা পাঠানো হয়েছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিবঙ্গসহ ভারতের ১১টি রাজ্যে। সংস্থাটি জানায়, বিসর্জনের পর প্রতিমার কাঠামো দ্রুত সরানো হলেও রঙ, শোলার গয়না, ফুলের মালাসহ পূজা সামগ্রী পানিতে ভেসে থাকে। এতে বাড়ে দূষণ। যা জলজ প্রাণীদের জন্য ক্ষতিকর। গঙ্গায় দূষণ বন্ধে বিজয়া দশমী ছাড়াও কালীপূজা ও সরস্বতী প্রতিমা বিসর্জনেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। প্রতিমা বিসর্জনের ফলে নদী দূষণের অভিযোগ অবশ্য নতুন নয়। গঙ্গা বা তার উপনদীতে বিসর্জন না-দেওয়ার বিধান আগেও ছিল। পরিবেশকর্মী থেকে সরকারি কর্মকর্তাদের অনেকেই বলছেন, বিসর্জন যেখানেই হোক, গঙ্গা বাঁচাতেই হবে।

সৌজন্যে : বিডি প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/০৬ অক্টোবর ২০১৯/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.