Sylhet View 24 PRINT

পাকিস্তানে নির্যাতন, দেশে হয়রানি, চাকরি ছাড়লেন ভারতীয় সেনা সদস্য

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-০৬ ১৮:২১:০৫

সিলেটভিউ ডেস্ক :: বছর দুয়েক আগে চান্দু চাভানকে আটক করে প্রতিবেশী পাকিস্তানের রেঞ্জারস সদস্যরা। এরপর চার মাস ধরে তার ওপর ব্যাপক নির্যাতন চলে। বেধরক পিটুনি ও মারধারের পর একসময় ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে এই সেনা সদস্যকে।-খবর দ্য হিন্দুর

অসাবধানতাবশত সীমান্ত পাড়ি দিয়ে তিনি পাকিস্তানে ঢুকে পড়েছিলেন। কিন্তু নিজ দেশে ফিরে আসার পর ভারতীয় সেনাবাহিনী তাকে অবিরত হয়রানি করে আসছে।

চান্দুর ভাষায়, পাকিস্তান থেকে ফিরে আসার পর সেনাবাহিনী আমাকে অব্যাহত হয়রানি করছে। তারা আমাকে সন্দেহের চোখে দেখছিল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে চাকরি ছাড়তে হয়েছে আমাকে। আমার কিছুই করার ছিল না।

তার সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আহমেদনগরের তার ইউনিট কমান্ডারের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন এই সেনা সদস্য।

পাকিস্তানি বাহিনী তাকে ফেরত দেয়ার আগে এমনভাবে নির্যাতন চালিয়েছিল যে তিনি তখন মুমূর্ষু অবস্থায়। গত মাসে তিনি একটি দুর্ঘটনার শিকার হন। এতে তার মুখমণ্ডল ও মাথায় আঘাত লাগে।

এতে দীর্ঘ সময় তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। তার চারটি দাঁত ভেঙে গেছে। তীব্র ঘষটানিতে তার থুতনি, ওপরের ঠোঁট ও চোখের নিচের ত্বক উঠে গেছে।


সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/০৬ অক্টোবর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.