Sylhet View 24 PRINT

১১ জঙ্গির বিনিময়ে ৩ ভারতীয়কে মুক্তি দিল তালেবান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-০৭ ১৮:০৪:৩০

সিলেটভিউ ডেস্ক :: ১১ জন সদস্যের বিনিময়ে ৩ ভারতীয় পণবন্দিকে মুক্তি দিল আফগানিস্তানের তালেবান। সংবাদ সংস্থা আরএল'কে তালেবান নেতারা জানিয়েছে, রবিবার ১১ জন তালেবানি সদস্যের বিনিময়ে ৩ ভারতীয় বন্দিকে মুক্তি দিয়েছে তারা। তবে আফগান প্রশাসন বা মার্কিন সেনার মধ্যে কাদের পক্ষ থেকে তাদের তালেবানিকে মুক্তি দেয়া হয়েছে, তা স্পষ্ট নয়। তবে ১১ জনের মধ্যে তালেবান দলের এক পদস্থ সদস্যও রয়েছে।

মুক্তি পাওয়া তালেবানদের মধ্যে রয়েছে শেখ আবদুর রহিম ও মৌলবি আবদুর রশিদ। এদের মধ্যে রশিদ কুনার ও নিমরোজে তালিবানের শীর্ষ নেতা ছিল। বন্দিমুক্তির দাবির স্বপক্ষে ছবিও রিলিজ করেছে তালেবান। যদিও সংবাদমাধ্যমের পক্ষ থেকে ওই ছবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
রবিবার সকালে বন্দি বিনিময় হলেও, আফগানিস্তানের কোন এলাকায় তা হয়েছে জানা যায়নি।

আফগানিস্তানের উত্তর বাঘলান প্রদেশের এক সংস্থায় কাজ করা ৭ জন ইঞ্জিনিয়ারকে ২০১৮ সালে অপহরণ করা হয়েছিল। তবে সে সময় কোনও জঙ্গি গোষ্ঠীই এই অপহরণের দায় স্বীকার করেনি। গত মার্চে এক বন্দিকে মুক্তি দেয়া হয়। বাকিদের সম্পর্কে কোনও তথ্য মেলেনি।


সৌজন্যে : বিডি-প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/০৭ অক্টোবর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.