আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

হাসপাতালের বিল দেখে চারতলা ভবন থেকে ঝাঁপ দিলেন রোগী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৫ ১০:১৯:৩৭

সিলেটভিউ ডেস্ক :: ভারতের শিলিগুড়িতে দু’দিন আইসিইউতে থাকা রোগীর চিকিৎসা বাবদ ১০ লাখ টাকা বিল করে একটি বেসরকারি নার্সিংহোম। এই বিল দেখে চারতলার টয়লেটের জানালা দিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন রমানাথ করাতি (৪০) নামে এক রোগী।

সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে শিলিগুড়ি একটি বেসরকারি নার্সিংহোমে এ ঘটনা ঘটে।  নিহত রমানাথ করাতি শিলিগুড়ি শহর সংলগ্ন কাওয়াখালির বাসিন্দা।

জানা যায়, দুর্গা পূজার অষ্টমীর দিন নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন রমানাথ করাতি। তাকে ভর্তি করানো হয় বেসরকারি নার্সিংহোমে। তাকে দু’দিন আইসিইউ-তে রাখা হয়েছিল। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় সাধারণ বিভাগে স্থানান্তরিত করা হয়। ইতোমধ্যেই নার্সিংহোম তার চিকিৎসা বাবদ প্রায় ১০ লাখ টাকা বিল করা হয়।

বিলের অঙ্ক শুনে রমানাথবাবু নিজে বেশ চিন্তিত হয়ে পড়েন। এরপর সকাল সাড়ে ছ’টার দিকে চারতলার টয়লেটের জানলা দিয়ে ঝাঁপ দেন রমানাথ করাতি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সৌজন্যে : বিডি-প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/১৫ অক্টোবর ২০১৯/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন