আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

‘গরু ছেড়ে নারীদের প্রতি যত্নবান হোন’, মোদিকে তরুণী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৬ ১৯:৪৬:৩৩

সিলেটভিউ ডেস্ক :: ভারতের নাগাল্যান্ড প্রদেশের রাজধানীতে অনুষ্ঠিত হয় মিস কোহিমা প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় প্রশ্নোত্তর পর্বে ১৮ বছর বয়সী এক প্রতিযোগীর সাহসী উত্তর নজর কেড়েছে। গরুর বদলে নারীদের কথা ভাবতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করবেন বলে জানিয়ে দেন ওই সুন্দরী।

গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মিস কোহিমা প্রতিযোগিতায় ওই তরুণীর কাছে প্রশ্ন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হলে তাকে কী বার্তা দেবেন? জবাবে তিনি এই উত্তর দেন।


প্রশ্নে জবাব দিতে গিয়ে ভিকুওনুয়ো সাচু বলেন, ‘আমি যদি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য আমন্ত্রিত হই, আমি তাকে বলব গরুর থেকে নারীদের প্রতি বেশি যত্নবান হোন। পরে তার ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে পোস্ট করা হয়। সম্প্রতি ওই ভিডিওটি ভাইরাল হয়।

এখন পর্যন্ত ভিডিওটি ৬০,০০০-এরও বেশি মানুষ টুইটারে দেখেছেন এবং তা হাজার হাজার ‘লাইক' পেয়েছে। ‘নাগাল্যান্ড পোস্ট' থেকে জানা যাচ্ছে, ভিকুওনুয়ো সাচু দ্বিতীয় রানার আপ হয়েছেন ওই প্রতিযোগিতায়।


সৌজন্যে : বিডি প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/১৬ অক্টোবর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন