আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

৪২ জন যাত্রী নিয়ে যুক্তরাষ্ট্রের রানওয়ে থেকে ছিটকে পড়লো উড়োজাহাজ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৯ ১০:১৩:৫৪

সিলেটভিউ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের আলাস্কার কর্ডোভা শহরের একটি স্কুলের সাঁতারু দল নিয়ে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি উড়োজাহাজ। এতে তিনজন ক্রুসহ মোট ৪২ জন যাত্রী ছিলেন। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা তা এখনো জানা যায়নি।

এ ব্যাপারে শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার আনালাস্কা-ডাচ হারবারের মধ্যে চলাচল করা প্যানএয়ারের ৩২৯৬ ফ্লাইটটি আলাস্কার ডাচ হারবার বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে।


এদিকে আলাস্কা এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বিকেল ৫.৪০ মিনিটে বেরিং সাগরের নিকটে রানওয়ে থেকে ছিটকে পড়ে উড়োজাহাজটি। এতে তিনজন ক্রুসহ মোট ৪২ জন যাত্রী ছিলেন। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা, তা এখনো জানা যায়নি।



সৌজন্যে : বিডি-প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/১৯ অক্টোবর ২০১৯/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন