Sylhet View 24 PRINT

নিরাপদ অঞ্চলে এখনো সন্ত্রাসীরা অবস্থান করছে: এরদোগান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-০৫ ২১:৪৫:২২

সিলেটভিউ ডেস্ক :: উত্তর সিরিয়ার পরিকল্পিত নিরাপদ অঞ্চলে এখনো সন্ত্রাসীরা রয়েছে বলে দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

ক্ষমতাসীন একে পার্টির পার্লামেন্টারি গ্রুপকে তিনি বলেন, পরিকল্পিত নিরাপদ অঞ্চলে এখনো সন্ত্রাসী রয়েছে। এখন পর্যন্ত ওই এলাকা থেকে সন্ত্রাসীরা সরে যায়নি।-খবর আনাদুলুর

নিরাপদ অঞ্চলের সীমান্ত ছাড়িয়ে তুরস্কের নিরাপত্তা বাহিনীর ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে সন্ত্রাসীরা বলে জানিয়েছেন তুরস্কের এই প্রেসিডেন্ট।

তিনি বলেন, এ পরিস্থিতিতে আমরা দর্শক হিসেবে উপস্থিত থাকতে পারি না। আগের মতোই আমাদের যা করা দরকার, সেটা করে দেখাব।

তুরস্ক, সিরিয়া ও ইরাক থেকে শেষ সন্ত্রাসীটি নিঃশ্বেষ না করা পর্যন্ত আমরা লড়াই করে যাব বলে জানিয়েছেন এরদোগান।

গেল অক্টোবরে তুরস্কের পিস স্প্রিং অভিযানের সময় সিরিয়ার রাস আল-আইন ও তাল আবিয়াদ থেকে সন্ত্রাসীদের অপসারণ করা হয়েছে।

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ফোরাত নদীর পূর্বে উত্তর সিরিয়া থেকে সন্ত্রাসীদের উৎখাত করেছে তুর্কি বাহিনী।

২০ লাখের বেশি শরণার্থীকে ফেরত পাঠানোর স্বার্থে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করতে ওই অঞ্চলটি থেকে ওয়াইপিজি ও পিকেকে সন্ত্রাসীদের বিতাড়িত করতে চাচ্ছে তুরস্ক।

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় নিয়ে যুক্তরাষ্ট্রের আচরণের সমালোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট।


সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/৫ নভেম্বর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.