আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

কাশ্মীরের পাহাড়ি পথে বাঁক নিতে গিয়ে গাড়ি খাদে, নিহত ১৬

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৩ ১৬:৪১:১১

সিলেটভিউ ডেস্ক :: ভারতের কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত গাড়িটি অতিরিক্ত যাত্রী বহন করছিল বলে জানা গেছে। নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে।

ডোডা শহরের কাছে বাটোট-কিশ্‌তওয়ার জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই একটি গাড়ি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
ডোডার এসএসপি মুমতাজ আহমেদ জানিয়েছেন, এ দিন পার্বত্য মারমাট এলাকায় চলন্ত গাড়ির নিয়ন্ত্রণ হারান চালক। এর ফলে পাকদণ্ডি পথ থেকে পিছলে ৫০০ ফুট নিচের গভীর খাদে পড়ে যায় গাড়িটি। আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।

পুলিশের বয়ান অনুযায়ী, এ দিন সকালে ক্লীনি থেকে মারমাটের গোয়া গ্রামের উদ্দেশে রওনা দিয়েছিল গাড়িটি। পাহাড়ি পথে বাঁক নিতে গিয়ে আচমকা নিয়ন্ত্রণ হারান চালক। রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায় গাড়িটি।

সৌজন্যে :: বিডি প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/১৩ নভেম্বর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন