আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

২১ বছর বয়সেই ভারতের বিচারপতি!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-২২ ২০:১৫:৩৩

সিলেটভিউ ডেস্ক :: ভারতের রাজস্থানের জয়পুরের মায়াঙ্ক প্রতাপ সিংহ কম বয়সে বিচারক হয়ে নজির গড়তে চলেছেন। রাজস্থান জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় মাত্র ২১ বছর বয়সে উত্তীর্ণ হয়েছেন তিনি। এর আগে এতো কম বয়সে বিচারক হওয়ার পরীক্ষায় পাশ করার নজির নেই ভারতে।

মাত্র ২১ বছর বয়সে এই রেকর্ডের অধিকারী হয়ে স্বাভাবিক ভাবেই খুশি মায়াঙ্ক। বৃহস্পতিবার তিনি জানান, সমাজে বিচারকদের জন্য যে সম্মান রয়েছে তা আমাকে সব সময় আকর্ষণ করত। ২০১৪ সালে রাজস্থান বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছরের এলএলবি কোর্সে ভর্তি হই আমি। এ বছর শেষ হবে আমার সেই কোর্স।’’

এতোদিন জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় বসার বয়স ছিল ২৩। এ বছর রাজস্থান হাইকোর্ট সেই পরীক্ষায় বসার ন্যূনতম বয়স কমিয়ে করে ২১। সে জন্যই ওই পরীক্ষায় বসতে পেরেছিলেন মায়াঙ্ক। আর প্রথমবার বসেই বিচারক হওয়ার পরীক্ষায় সফল হয়েছেন তিনি। রাজস্থান হাইকোর্টের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন মায়াঙ্ক।

তিনি জানান, নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর জেরে শূন্য পদ পূরণ করা সহজ হবে। প্রচুর প্রতিযোগী এতে উপকৃত হবেন।’

সৌজন্যে :: বিডি প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/২২ নভেম্বর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন