Sylhet View 24 PRINT

সংসদে দাঁড়িয়ে বান্ধবীকে বিয়ের প্রস্তাব, ভিডিও ভাইরাল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০২ ১৮:২৯:২৭

সিলেটভিউ ডেস্ক :: সংসদে চলছিল দেশে ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি ও পুনর্নির্মাণ নিয়ে আলোচনা। সেই আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে এক সাংসদ বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

মঙ্গলবার ২০১৬ সালে ভূমিকম্প মধ্য ইতালির ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্নির্মাণের বিষয়ে আলোচনা চলছিল ইতালির সংসদে। গুরুগম্ভীর আলোচনায় অন্য সাংসদদের পাশাপাশি বক্তব্য রাখতে ওঠেন বছর ৩৩ বছয় বয়সী ফ্ল্যাভিও দি মুরো।

ফ্ল্যাভিও বক্তব্য রাখতে রাখতে বলেন, “প্রতিদিন আমরা রাজনৈতিক আলোচনা, বিতর্কে ব্যস্ত থাকি। আমরা প্রায়ই সত্যিকারের মূল্যবোধ, যারা আমাদের যত্ন নেন, আমরা যাদের ভালবাসি তাদের উপেক্ষা করি।”

ফ্ল্যাভিও এর পর তার ‘আসল’ বক্তব্যে ঢুকে যান। তিনি বলেন, “এটা আমার কাছে একটা বিশেষ দিন। এলিসা, তুমি কি আমাকে বিয়ে করবে?

ফ্ল্যাভিও-র বান্ধবী এলিসা দে লিও তখন সংসদের পাবলিক গ্যালারিতে বসেছিলেন। ফ্ল্যাভিও পকেট থেকে একটি আংটি বের করে সবার সামনে এলিসাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। তার এই কাজে সংসদের সদস্যরা বেশ মজা পান। তারা সবাই ফ্ল্যাভিওকে অভিনন্দনও জানান। এমনকি সংসদের স্পিকারও তাকে অভিনন্দন জানান।

তবে প্রথমে জানা যায়নি, সংসদের মাঝে এমন প্রস্তাবের উত্তরে এলিসা কী বলেছেন। পরে ফ্ল্যাভিও জানিয়েছেন, এলিসা ‘হ্যাঁ’বলেছেন। তারা শীঘ্রই বিয়ে করতে চলেছেন। তবে বিয়ের তারিখ এখনও ঠিক হয়নি।

সৌজন্যে :: আনন্দবাজার
সিলেটভিউ২৪ডটকম/২ ডিসেম্বর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.