আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

আদালতে নির্বাক সু চি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১০ ১৯:৩৪:৩০

সিলেটভিউ ডেস্ক :: রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলার শুনানির শুরু হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে এ মামলার শুনানির শুরুতে প্রধান বিচারপতির উদ্দেশে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের নির্বোধ হত্যাকাণ্ড বন্ধে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন গাম্বিয়ার আইনমন্ত্রী।

আদালতে গাম্বিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির আইনমন্ত্রী আবুবকর মারি তামবাদু। অন্যদিকে, মিয়ানমারের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দেশটির গণতান্ত্রিক নেত্রী শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি।

এদিন, আদালত কক্ষে গাম্বিয়ার আইনজীবী দলের সদস্যরা যখন মিয়ানমারের নৃশংসতার চিত্র তুলে ধরছিলেন তখন নির্বিকার দেখা যায় অং সান সু চিকে। এ সময় আদালতের বাইরে কয়েক ডজন রোহিঙ্গাকে ন্যায়বিচারের দাবিতে সমাবেশ করতে দেখা যায়।

আবার মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী খ্যাত ইয়াঙ্গুনে সু চির সমর্থনে হাজার হাজার মানুষ সমাবেশ করে। সমাবেশে আসা বার্মিজদের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। অনেকেই ‘দেশের মর্যাদা রক্ষায়’, ‘জননী সু চির পাশে দাঁড়ান’ স্লোগান দেন।

প্রসঙ্গত, নেদারল্যান্ডের হেগে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক বিচার আদালতে গত নভেম্বর মাসের মাঝামাঝিতে মিয়ানমারের বিরুদ্ধ মামলাটি দায়ের করে গাম্বিয়া।

সৌজন্যে :: বিডি প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/১০ ডিসেম্বর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন