Sylhet View 24 PRINT

ইরান মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে চায় না: রুহানি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-১৩ ১৮:০১:৩৫

সিলেটভিউ ডেস্ক :: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ কখনও মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে চায় না।

মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ ও মতবিরোধ কারও জন্যই মঙ্গল বয়ে আনবে না।

ইরান সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি গতকাল (রোববার) রাতে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। খবর দ্য ডনের।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তান যে প্রচেষ্টা চালাচ্ছে তাকে স্বাগত জানায় ইরান।

ইরানের প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, এ মুহূর্তে সবার উচিত উত্তেজনা প্রশমন করে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করা।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ বেধে গেলে তা গোটা বিশ্বের জন্য ভয়াবহ পরিস্থিতি বয়ে আনতে পারে বলেও প্রেসিডেন্ট রুহানি মন্তব্য করেন।

পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তিনি তেহরান-ইসলামাবাদ সম্পর্ক শক্তিশালী করারও আগ্রহ প্রকাশ করেন।

সৌজন্যে :: যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/১৩ জানুয়ারি ২০২০/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.