আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

চাঁদে-মঙ্গলে ছত্রাক দিয়ে বাড়ি বানাতে চায় নাসা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-১৬ ১৩:৩৬:২৬

সিলেটভিউ ডেস্ক :: মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে যাতে চাঁদ, মঙ্গলগ্রহ কিংবা অন্য কোনো নক্ষত্রে ছত্রাক দিয়ে বানানো হবে বাড়ি। এ প্রযুক্তি থেকে পৃথিবীও উপকৃত হতে পারে। এতে সবুজায়নের ওপরও গুরুত্ব দেয়া হচ্ছে। এতে পৃথিবীর জীবনব্যবস্থাও আরও টেকসই হওয়ার সম্ভাবনা রয়েছে। নাসা ১৪ জানুয়ারি নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।

ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে নাসার এমস রিচার্স সেন্টার মাইকো আর্কিটেকচার প্রজেক্ট নিয়ে কাজ করছে। এ প্রজেক্ট বাস্তবায়ন হলে মাইসেলিয়া নামে পরিচিত ছত্রাকের সাহায্যে পৃথিবীর উপগ্রহ চাঁদ, মঙ্গল ও এর বাইরে ঘরবাড়ি তৈরিতে সাহায্য করবে।

প্রকেক্টটির সঙ্গে যুক্ত লিন রথছচাইল্ড বলেন, এতদিন মঙ্গলে আবাসস্থল বানানোর বিষয়টি ভাবা হতো কচ্ছপের মতো- ঘরবাড়ি নিজেদের পিঠে বহন করে নিয়ে যাওয়া। এটি খুবই নির্ভরযোগ্য পরিকল্পনা হলেও তাতে জ্বালানি খরচ প্রচুর। তার পরিবর্তে আমরা মাইসেলিয়াকে কাজে লাগাতে পারি।

সৌজন্যে : বিডি প্রতিদিন
 
সিলেটভিউ২৪ডটকম/১৬ জানুয়ারি ২০২০/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন