Sylhet View 24 PRINT

লাইভে ধরা খেলেন 'খুনি প্রেমিক'!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-১৬ ১৪:১০:৩৫

সিলেটভিউ ডেস্ক :: অবশেষে টিভি'র লাইভে ধরা খেলেন এক 'খুনি প্রেমিক'!। নিজের প্রেমিকাকে খুন করেছিল এক লোক। খুন করে পালিয়ে বেড়াচ্ছিল সেই যুবক। মঙ্গলবার সেই অবস্থার অবসান ঘটেছে। থানার অদূরেই এক টিভি চ‌্যানেলের অফিসে ঢুকে পড়ল সে। তারপর ক‌্যামেরার সামনে দাঁড়িয়ে স্বীকার করল কৃতকর্মের কথা। এদিকে লাইভ টিভিতে তা দেখেই স্টুডিওতে  ছুটল পুলিশ। ইন্টারভিউ থামিয়ে অভিযুক্ত মনিন্দর সিংকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এখন সে জেলহাজতে রয়েছে।

জানা গেছে, মনিন্দর ২০১০ সালে নিজের তৎকালীন প্রেমিকাকে খুন করেছিল। চাঞ্চল‌্যকর এই ঘটনা ঘটে ভারতের চণ্ডীগড়ে। তবে খুন-খারাপির সঙ্গে মনিন্দরের পরিচয় অবশ্য এই প্রথম নয়। চারবছর পর দোষী সাব‌্যস্ত হয় সে। পরে জামিনে মুক্তি পায়। এর কিছু সময় পরই তার সাক্ষাৎ হয় পেশায় নার্স, সরবজিৎ কৌরের সঙ্গে। পরিচয় থেকে প্রেম, প্রেম থেকে বিয়ে করার সিদ্ধান্ত নেন দু'জনে। যদিও বিবাদ বাধে তখন, যখন অসবর্ণ বিয়ে মেনে নিতে অস্বীকার করে প্রেমিকার পরিবারের সদস‌্যরা। কিন্তু ঠিক সেই কারণে সরবজিৎকে খুন করেনি মনিন্দর। খুনের প্রকৃত কারণ সন্দেহ।মনিন্দরের সন্দেহ ছিল, সরবজিৎ অন্য একজনের সাথে প্রেমে লিপ্ত এবং তাঁকে ঠকাচ্ছে। নিজের এক আত্মীয়ের সঙ্গে সম্পর্কে রয়েছে সে।

এদিকে, সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক চ‌্যানেলে ঢুকে মঙ্গলবার যে 'লাইভ ইন্টারভিউ' মনিন্দর দিয়েছে, তাতে শোরগোল পড়ে যায়।

মনিন্দর সেই লাইভ সাক্ষাৎকারে বললেন, ছয় মাস ধরে সরবজিৎ আর আমার পরিবারের মধ্যে বিয়ে নিয়ে কথা হচ্ছিল। কিন্তু তার পরিবার সমস‌্যা তৈরি করছিল। কখনও বলত, আমি ওদের জাতির নই। আবার কখনও বা এই বলে বিয়ে এড়িয়ে যেত যে আমি সরকারি চাকরি করি না।

ক‌্যামেরার সামনে মনিন্দর জানিয়েছে, গত ৩০ ডিসেম্বর সে এবং সরবজিৎ হোটেল স্কাই-তে 'চেক ইন' করে। হোটেলের ঘরে ফের প্রেমিকার সঙ্গে সেই বিয়ে নিয়েই কথা শুরু হয়, যা ক্রমে পরিণত হয় বচসায়। এরপরই রাগের মাথায় সরবজিৎকে সে খুন করে। ঘণ্টাখানেক পর বেরিয়ে যায়। এরপর ১ জানুয়ারি হোটেলের ঘর থেকে উদ্ধার হয় সরবজিতের গলার নলিকাটা নিথর দেহ। যদিও এরপর থেকে মনিন্দরের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সৌজন্যে : কালের কণ্ঠ

সিলেটভিউ২৪ডটকম/১৬ জানুয়ারি ২০২০/আরএইচডি/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.