আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

বাংলাদেশ নিয়ে যে প্রশংসা করলেন মোদি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-১৬ ১৬:৪৭:১৮

সিলেটভিউ ডেস্ক :: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ২০১৪ সাল থেকে ‘অভূতপূর্ব’ ও ‘বিস্ময়কর’ গতিতে এগিয়েছে বাংলাদেশ।

বুধবার নয়াদিল্লিতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে এক সাক্ষাতে বাংলাদেশ বিষয়ে এমন প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর আকরাম উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে সংবাদ সংস্থা ইউএনবি জানায়, ‘রেইজিনা সংলাপে অংশ নিতে নয়াদিল্লিতে অবস্থান করছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। আলাপকালে মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেয়ার অনুরোধ জানান। এ সময় মোদি বলেন, ২০১৪ সাল থেকে বাংলাদেশের যে অভূতপূর্ব অগ্রগতি আমি লক্ষ্য করেছি, তা আক্ষরিক অর্থেই বিস্ময়কর।’

প্রসঙ্গত নয়াদিল্লিতে চলমান রেইজিনা সংলাপে আগত বিশ্বের অন্যান্য দেশের মন্ত্রীবর্গের সঙ্গে বাংলাদেশের তথ্যমন্ত্রীও ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমন্ত্রণ পান।

সৌজন্যে :: যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/১৬ জানুয়ারি ২০২০/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন