আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

‘হেভি ওয়েট’ আইএস জঙ্গি, গ্রেফতারের পর তুলতে হল ট্রাকে!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-১৭ ২০:১৭:১১

সিলেটভিউ ডেস্ক :: ওজনে প্রায় ১৪০ কিলোগ্রাম। ক্ষমতাতেও ‘হেভি ওয়েট।’ আইএস মাথা বাগদাদির পরেই এই জঙ্গি সংগঠনের অন্যতম ‘গডফাদার’ ছিল এই জঙ্গি। মসুলের গোপন ডেরায় অবশেষে খোঁজ মিলল আইএস ‘মুফতি’ শিয়া নিমা ওরফে আবু আবদুল বারির। মাঝরাতে অভিযান চালিয়ে শিয়া নিমাহকে পাকড়াও করে ট্রাকে চাপিয়ে নিয়ে গেল ইরাকের সোয়াত বাহিনী।

আবু-বকর আল বাগদাদি খতম হওয়ার পরে বেশ জাঁকিয়েই বসেছিল শিয়া নিমাহ। জিহাদের বার্তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়াই ছিল তার কাজ। ইরাকে আইএস নেটওয়ার্ক পাকাপোক্ত করতে এর ভূমিকা অনেক। জঙ্গি-গুরু আইএস ‘মুফতি’ শিয়া নিমাহ ওরফে শিফা বিন আলি আল-নিমা ওরফে আবু আবদুল বারির খোঁজ আইএসের আরও অনেক গোপন ডেরার খোঁজ দেবে বলেই মনে করছে ইরাকি বাহিনী।

নাম ও ডেরা পাল্টে পাল্টে সিরিয়ার নানা জায়গায় এতদিন আত্মগোপন করেছিল এই জঙ্গি-গুরু। শিফা আল-নিমাহ নামেই এর পরিচিতি সর্বাধিক। জেরুজালের এক স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গণহত্যা, ধর্ষণ ও নাশকতা-বিস্ফোরণসহ তার বিরুদ্ধে অভিযোগ একাধিক। বাগদাদির মতোই ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় নাম ছিল শিফা আল-নিমাহর।

সৌজন্যে :: দ্য ওয়াল
সিলেটভিউ২৪ডটকম/১৭ জানুয়ারি ২০২০/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন