Sylhet View 24 PRINT

চীনে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২১ ১৬:৩৬:২১

সিলেটভিউ ডেস্ক :: বিশ্বে সবচেয়ে বেশি প্লাস্টিক ব্যবহারকারী দেশগুলোর মধ্যে অন্যতম চীন এবার একটি বড় ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে। এই পরিকল্পনার আওতায় একবারের বেশি ব্যবহারযোগ্য নয় এমন প্লাস্টিক পণ্যের ব্যবহার কমিয়ে আনা হবে।

ওই পরিকল্পনার আওতায় চলতি বছরের মধ্যেই অ-পচনশীল ব্যাগ প্রধান প্রধান শহরে নিষিদ্ধ করা হবে। বাকী সব শহর ও নগরে ২০২২ সাল নাগাদ এসব ব্যাগ নিষিদ্ধ হবে।

জানা গেছে, ২০২০ সালের শেষ নাগাদ চীনের রেস্টুরেন্টগুলোতেও  একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক স্ট্র ব্যবহার নিষিদ্ধ করা হবে। রেস্টুরেন্ট শিল্প সংশ্লিষ্টদেরকে ব্যবসায় সবধরনের সিঙ্গেল-ইউজ প্লাস্টিক সরঞ্জাম ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

এক নির্দেশনায় হোটেল ব্যবসায়ীদেরকে ২০২৫ সালের মধ্যে বিনামূল্যের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য দেওয়া বন্ধ করতে বলা হয়েছে।

সৌজন্যে ::  বিবিসি
সিলেটভিউ২৪ডটকম/২১ জানুয়ারি ২০২০/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.