Sylhet View 24 PRINT

‘প্রেম করব না’, জোর করে শপথ করানো হলো কলেজছাত্রীদের!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৫ ১৮:১৭:৪৮

সিলেটভিউ ডেস্ক :: ভালোবেসে বিয়ে না করার জন্য জোর করে ছাত্রীদের শপথ করিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের একটি কলেজ।

ভালোবাসা দিবস উপলক্ষে বৃহস্পতিবার তাদের এমন শপথবাক্য পাঠ করানো হয় বলে ভারতীয় গণমাধ্যমের খবর।

শপথবাক্য পাঠ করান ওই কলেজের নারী শিক্ষকরা।

শপথ পাঠে ছাত্রীরা বলেছেন, ‘আমি শপথ নিয়ে বলছি, আমার বাবা-মায়ের ওপর পূর্ণ আস্থা রয়েছে। চারপাশে যা ঘটছে, সেই নিরিখে বলছি, আমি প্রেমে পড়ব না। প্রেম করে বিয়ে করব না। এমন কাউকে বিয়ে করব না যিনি পণ চাইবেন…আগামীতে মা হয়ে পুত্রবধূর থেকে পণ চাইব না এবং মেয়ের বিয়েতেও পণ দেব না। দৃঢ় ভারত গড়ার জন্য এই শপথ নিলাম।’

ভালোবাসা দিবসের আগে ছাত্রীদের এ ধরনের শপথবাক্য পাঠ করানোয় মহারাষ্ট্রের অমরাবতীর মহিলা কলা বাণিজ্য মহাবিদ্যালয়ের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে।

তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বিয়ে নিয়ে মাথা না ঘামিয়ে যাতে পড়াশোনায় আরও মনোযোগী হয়ে উঠতে পারেন ছাত্রীরা, সে কারণেই এমন শপথ।

এ প্রসঙ্গে কলেজের প্রিন্সিপাল রাজেন্দ্র হাভরে বলেন, ‘কেউই ভালোবাসার বিরুদ্ধে নয়। কিন্তু যুব সমাজকে বোঝাতে হবে কোনটা ভালবাসা আর কোনটা সেক্সুয়াল অ্যাট্রাকশন। অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠান। আর তাদের মেয়েরা কারও সঙ্গে পালিয়ে যান। সুতরাং, ছাত্রীদের দায়দায়িত্ব ও কেরিয়ার সম্পর্কে অবগত করা আমাদের কর্তব্য।’

কলেজের রাষ্ট্রবিজ্ঞানের এক অধ্যাপক প্রদীপ দান্দে বলেন, ‘ছাত্রীদের জিজ্ঞাসা করেছিলাম কেন তারা লাভ ম্যারেজে আসক্ত? কেন তারা পালিয়ে বিয়ে করে? তারা কি তাদের বাবা-মায়ের উপর আস্থা হারিয়ে ফেলেছে? ওরাই সম্মত হয়ে শপথ পাঠ করেছে।’

সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/১৫ ফেব্রুয়ারি ২০২০/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.