আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

‘৩৬ গুণের সমাহারের দেশপ্রেমী পাত্রী চাই’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৯ ১৮:১০:১২

সিলেটভিউ ডেস্ক :: পত্রিকার পাত্র-পাত্রী চাই বিভাগের বিজ্ঞাপনে দুই পক্ষেরই বিভিন্ন চাহিদার কথা উল্লেখ থাকে। পাত্রী হতে হবে সুন্দরী, শিক্ষিতা, রুচিশীল ও সংসারের কাজে দক্ষ। আর পাত্র হলে সরকারি চাকরি, ভদ্র, সভ্য ও রুচিশীল চাই।

সম্প্রতি পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন ভারতের এক বেকার দন্তচিকিৎসক। তাতে তিনি কট্টর দেশপ্রেমী পাত্রী চেয়েছেন। একটি পত্রিকার পাত্রী চাই বিভাগে তার এই বিজ্ঞাপন ছাপা হলে সামাজিকমাধ্যমে তা ভাইরাল হয়ে যায়।-খবর এনডিটিভির

৩১ বছর বয়সী ওই বিজ্ঞাপনদাতা পাত্রের নাম ডা. অভিনব কুমার। বিজ্ঞাপনে তিনি লিখেছেন, ফর্সা, সুন্দরী, সৎ, নির্ভরশীলা, প্রেমময়ী এবং যত্নশীলা, সাহসিনী, শক্তিধারী এবং ধনবতী বউ খুঁজছি।

তার চাহিদা এখানেই শেষ হয়নি। তিনি লিখেছেন, পাত্রীকে অবশ্যই কট্টর দেশপ্রেমিক হতে হবে।

পাত্রীকে প্রয়োজনে দেশের সেনাবাহিনীতে যোগ দিতে পারা এবং ক্রীড়াক্ষেত্রে যোগদানের মতো প্রতিভা থাকতে হবে বলেও বিজ্ঞাপনে তিনি লিখেছেন ।

‘শিশুদের লালন-পালনে বিশেষজ্ঞ হতে হবে। পাশাপাশি তাকে একজন ভারতীয় হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়ে হতে হবে।’

শুধু তা-ই না, অভিনব জানান, কীভাবে ভাল রান্না করতে হয় তাও জানতে হবে পাত্রীকে। মেয়েটি ঝাড়খণ্ড বা বিহারের বাসিন্দা হতে হবে। তার মধ্যে ৩৬ টি গুণের সমাহারও থাকা দরকার।

বিজ্ঞাপনে নিচে তিনি লিখে দিয়েছেন, বিয়ে করার কোনো তাড়া নেই।

সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/১৯ ফেব্রুয়ারি ২০২০/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন