আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সন্ত্রাসবাদ ইস্যুতে ভারত-আমেরিকার পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে চীনের কড়া বার্তা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২০ ১৮:১৮:৫৬

সিলেটভিউ ডেস্ক :: সন্ত্রাসবাদ ইস্যুতে এবার পাকিস্তানের বিরুদ্ধে করা বার্তা দিল চীন। জঙ্গি দমনের ক্ষেত্রে এবার ভারত আমেরিকার পাশে দাঁড়াল দেশটি। সন্ত্রাসবাদে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদদ দেওয়ার কারণে পাকিস্তান রয়েছে ‘গ্রে লিস্ট’-এ।

মার্কিন ও ইউরোপীয় দেশগুলো জুনে পূর্ণাঙ্গ অধিবেশনের আগে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সকে প্রদত্ত সন্ত্রাসী অর্থায়ন ও অর্থ পাচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিয়ে পাকিস্তানকে একটি কঠোর বার্তা পাঠানো হবে। যার মধ্যে রয়েছে, সকল শীর্ষস্থানীয় সন্ত্রাসী সংগঠনের নেতাদের দোষী সাব্যস্ত করা এবং বিচার করা।

বলা হচ্ছে, পাকিস্তান ‘গ্রে লিস্ট’-এ আছে এবং থাকবেও। এমনকি ভবিষ্যতে এফএটিএফের নির্দেশ না মানলে পাকিস্তান ‘ব্ল্যাক লিস্ট’-এ যেতে পারে। ভারতীয় মিডিয়া দাবি করছে, চলতি বছরের জুনের মধ্যে সন্ত্রাসবাদ দমনে যথাযথ ব্যবস্থা না নিলে চরম পরিণতির মুখোমুখি হতে হবে ইমরান খানের দেশকে।

‌সৌজন্যে : বিডি-প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/২০ ফেব্রুয়ারি ২০২০/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন