আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

দিল্লিতে মুসলিম ভাইদের পাহারায় হলো হিন্দু বোনের বিয়ে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৮ ১৯:০৪:৩৭

সিলেটভিউ ডেস্ক :: দিল্লিতে সহিংসতার মধ্যে মুসলমানদের সহায়তায় এক হিন্দু নারীর বিয়ে হয়েছে। ওই নারীর নাম সাভিত্রি প্রসাদ।

জানা গেছে, মঙ্গলবার রাতে দিল্লির চাঁদবাগের মুসলিম অধ্যুষিত এলাকার বাসিন্দা সাভিত্রির বিয়ের কথা ছিলো। তবে সংঘর্ষের কারণে বাধ্য হয়ে বিয়ে বন্ধ করে দেন তার বাবা।

পর দিন সংঘর্ষ চললেও স্থানীয় কিছু মুসলমানের সাহায্য নিয়ে সাবিত্রির বিয়ে  দেওয়া হয়। এই বিষয়ে সাভিত্রি প্রসাদ বলেন, আমার মুসলিম ভাইয়েরা আমাকে আজ বাঁচিয়েছে। সাভিত্রির বাড়িতেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে সংঘর্ষের কারণে এই বিয়েতে তার কোনো আত্মীয়-স্বজন উপস্থিত হতে পারেননি।

বিয়ের আয়োজন নিয়ে সাভিত্রির বাবা ভোদয় প্রসাদ বলেন, এটা ভয়ানক। আমরা শান্তি চাই। আমার মেয়ের বিয়েতে কোনো আত্মীয়-স্বজন আসতে পারেননি। কিন্তু মুসলমানরা এগিয়ে এসেছেন। তারাই আমার পরিবার।

প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে গত  সোমবার শুরু হয় সংঘাত।

সৌজন্যে : এনডিটিভি
সিলেটভিউ২৪ডটকম/২৮ ফেব্রুয়ারি ২০২০/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন