Sylhet View 24 PRINT

দিল্লিতে সহিংসতার ঘটনা ধামাচাপা দিতেই করোনার গুজব: মমতা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-০৪ ২০:০৪:১৮

সিলেটভিউ ডেস্ক :: ভারতের রাজধানী দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সংঘর্ষের ঘটনা ধামাচাপা দিতেই কেন্দ্রীয় সরকার করোনাভাইরাস সংক্রান্ত প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বুধবার রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে এক দলীয় সময় এ অভিযোগ করেন তিনি।
মমতা ব্যানার্জি বলেন, দিল্লি সহিংসতা নিয়ে নজর ঘোরাতে করোনার গুজব ছড়াচ্ছে। দিল্লিতে করোনায় কেউ আক্রান্ত হননি। অযথা করোনা নিয়ে আতঙ্কিত হবেন না।

দিল্লির ঘটনায় মর্মাহত তৃণমূলনেত্রী মমতা। পরিকল্পনা করেই দিল্লিতে সংঘর্ষ বাধানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাইলেন মমতা ব্যানার্জি। সুপ্রিম কোর্টের অধীনে পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান তিনি।

গত মাসে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভারতের রাজধানী দিল্লি। এ সহিংসতার ঘটনায় ৪৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন বহু মানুষ।

সৌজন্যে : বিডি প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/ ০৪ মার্চ ২০২০/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.