আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি আক্রান্ত আমেরিকায়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৭ ০৯:৪৯:১৬

সিলেটভিউ ডেস্ক :: রেকর্ড ভেঙে আক্রান্তের সংখ্যায় এবার চীন, ইতালিকে ছাড়িয়ে গেল আমেরিকা। এই মুহূর্তে বিশ্বের সবথেকে বেশি করোনা আক্রান্ত আমেরিকায়। বৃহস্পতিবার মধ্যরাতে পাওয়া হিসেব বলছে, ৮৫,২৬৮ জন মানুষ আক্রান্ত হয়েছেন আমেরিকায়। যা ইতালির থেকেও বেশি।

ওয়াল্ডো মিটারের রিপোর্টে এই তথ্য জানা গেছে। কার্যত করোনাভাইরাসের এপিসেন্টারে পরিণত হয়েছে আমেরিকা। এমন আশঙ্কা আগেই করা হয়েছিল। পাশাপাশি সে দেশে মৃত্যুর সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। মার্কিন মুলুকে শুধু একদিনেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৬৬ জনের। এর ফলে আমেরিকার করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২৯৩-এ। শুধু তাই নয়, গত ২৪ ঘন্টায় আমেরিকায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজারের বেশি মানুষ।
 
সংখ্যাটা এখানেই থেমে থাকবে না বলে আশঙ্কা। কারণ ইতিমধ্যে সে দেশে করোনাভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন ঘটে গেছে। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে চলেছে। ভয়ঙ্কর এই পরিস্থিতিতে নিউইয়র্ক এবং ক্যালিফোর্নিয়াসহ ১৮টি রাজ্যে ঘরে থাকার নির্দেশ জারি করেছে সরকার।

সৌজন্যে : বিডি প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/ ২৭ মার্চ ২০২০/মিআচৌ


শেয়ার করুন

আপনার মতামত দিন