আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

করোনায় প্রাণ গেল স্পেনের রাজকন্যার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৯ ১২:০৬:২৮

সিলেটভিউ ডেস্ক :: করোনাভাইরাসে এবার প্রাণ গেল স্পেনের রাজকন্যার। রাজপরিবারের সদস্যদের মাঝে কোনও ব্যক্তির করোনায় মৃত্যুর ঘটনা বিশ্বে এটাই প্রথম।

ফরাসি বংশোদ্ভূত বোরবন পার্মা রাজ পরিবারের সদস্য প্রিন্সেস মারিয়া টেরেসা (৮৬)।
তার ভাই প্রিন্স সিক্সটাস হেনরি পরিবারের পক্ষ থেকে শুক্রবার তার মৃত্যুর বিষয়টি ঘোষণা দেন।

প্রিন্স সিক্সটাস হেনরি বলেন, রাজ পরিবার আজ শোকের মাধ্যমে ঘোষণা করছে যে, বারবন পার্মা রাজকন্যা মারিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

প্রিন্স জাভিয়ের ও ম্যাডেলিন ডি বোরবনের ঘরে ১৯৩৩ সালে প্যারিসে জন্ম হয় মারিয়ার। স্পেনের হাউজ অব বোরবনের বর্তমান ডিন্যাস্টির ক্যাডেট শাখার সদস্য ছিলেন তিনি।

প্রাপ্তবয়স্ক জীবনের বেশিরভাগ সময় মাদ্রিদে কাটান মারিয়া। স্প্যানিশ রাজনৈতিক আন্দোলন নিয়ে গবেষণা ও লেখালেখিও করতেন।

মারিয়ারা ছয় ভাইবোন, চারজন জীবিত আছেন- ফ্রাঙ্কোইস, সিসিলি, মারি দেস নেইগেস ও প্রিন্স সিক্সটাস হেনরি। মারিয়া ছিলেন চিরকুমারী।

সৌজন্যে : ডেইলি স্টার ইউকে, বিডি প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/২৯ মার্চ ২০২০/ মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন