আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

কুয়েতে করোনায় আক্রান্ত ৩ বাংলাদেশি শনাক্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৯ ২২:০৮:৩১

সিলেটভিউ ডেস্ক :: কুয়েতে গত ২৪ ঘণ্টায় মহামারী করোনাভাইরাসে আক্রান্ত ২০ জনের মধ্যে ৩ জন বাংলাদেশি শনাক্ত হয়েছেন।

রোববার কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে দেশটির স্থানীয় পত্রিকা আরব টাইমস।

আক্রান্তদের মধ্যে ৬ জন কুয়েতি নাগরিক সম্প্রতি যুক্তরাষ্ট্র ভ্রমণ করে এসেছেন, একজন সৌদি আরব থেকে এবং কোয়ারেন্টিনে থাকা বাকি ১৩ জনকে শনাক্ত করা হয়েছে।

এদের মধ্যে ৩ জন বাংলাদেশি নাগরিক ও ৯ জন ভারতীয় নাগরিক রয়েছেন বলে জানায় কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

কুয়েতে বর্তমানে সর্বমোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫৫ জন, সুস্থ হয়েছেন ৬৭ জন, আইসিইউতে রয়েছেন ১২ জন।

কুয়েত সরকার দেশের বাইরে থাকা তাদের নাগরিকরা ফিরে আসার পর তাদের আলাদাভাবে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করেছে। এ ছাড়া করোনা বিস্তার ঠেকাতে ও মোকাবেলায় কুয়েত সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পাশাপাশি কড়া নজরদারি রেখেছে।

সৌজন্যে : যুগান্তর

সিলেটভিউ২৪ডটকম/২৯ মার্চ ২০২০ /মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন