আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

করোনা: ৫০০ কোটি টাকা সাহায্য ঘোষণা রতন টাটার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৯ ২২:১৩:০৯

সিলেটভিউ ডেস্ক :: করোনা মোকাবেলায় এবার ৫০০ কোটি টাকার অর্থ সাহায্য নিয়ে এগিয়ে এলেন ভারতের বিশিষ্ট ব্যবসায়ী ও ধনকুবের রতন টাটা। শনিবার এই সহায়তার ঘোষণা দেন অশীতিপর এই শিল্পপতি।

আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা, চিকিৎসা পরিকাঠামো এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় এই টাকা খরচ করা হবে। খবর এনডিটিভির।

টুইটারে নিজেই এ ঘোষণা করেন রতন টাটা। তিনি লেখেন, ‘মানবজাতি হিসেবে এই মুহূর্তে কোভিড-১৯ আমাদের সামনে সবচেয়ে বড় সংকট। দেশের প্রয়োজনে টাটা ট্রাস্ট এবং টাটা গ্রুপ অব কোম্পানিজ আগেও এগিয়ে এসেছে। তবে এই মুহূর্তে প্রয়োজনটা অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি।’

টাটা ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে নিজের স্বাক্ষর করা একটি লিখিত বিবৃতিও প্রকাশ করেন রতন টাটা। তাতে বলা হয়, মোট পাঁচটি খাতে এই ৫০০ কোটি টাকা খরচ করা হবে।

সৌজন্যে : যুগান্তর

সিলেটভিউ২৪ডটকম/২৯ মার্চ ২০২০ /মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন