আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

লকডাউন এক মাস বাড়ালেন ট্রাম্প, নিউ ইয়র্ক ২ সপ্তাহে আরো ভয়াবহ রূপ নেবে?

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-৩০ ১০:৪৫:৫৩

সিলেটভিউ ডেস্ক :: যুক্তরাষ্ট্রে ক্রমশ খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি। এরই মধ্যে লকডাউন আরো ১৫ দিন বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত এই লকডাউন জারি থাকবে যুক্তরাষ্ট্রে।

রবিবার হোয়াইট হাউজে দেওয়া এক প্রেস ব্রিফিং এ ট্রাম্প জানান, আগামী দুই সপ্তাহে ভয়াবহ রূপ নেবে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি। এমনকি মৃতের সংখ্যাও দ্বিগুণ হবে। যদিও এর আগে ট্রাম্প বলেন, এপ্রিলের ১২ তারিখের মধ্যেই পরিস্থিতি পরিবর্তন হবে। গতকাল নিজের করা এমন মন্তব্য পরিবর্তন করে ট্রাম্প জানান, লকডাউনের সময়সীমা যা দেওয়া হয়েছিল তা এখন বাড়ানো হচ্ছে।

ট্রাম্পের দাবি, ১ জুনের মধ্যে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি স্বাভাবিক হবে। ততদিন পর্যন্ত দেশে করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাবে বলে আশা তার।

এখন পর্যন্ত ২৪৮৪ জন মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে। আক্রান্ত হয়েছে সর্বমোট ১ লাখ ৪২ হাজার ১৭৮ জন।

সৌজন্যে : কালের কণ্ঠ

সিলেটভিউ২৪ডটকম/৩০ মার্চ ২০২০/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন