আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

খুবই বেদনাদায়ক ও কষ্টের সময় আসছে: ট্রাম্প

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০১ ১৩:০৩:২৯

সিলেটভিউ ডেস্ক :: গেল বছরের ডিসেম্বর থেকে চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাস ইতোমধ্যে ২ শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

বিশ্বব্যাপী প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮,৫৯,৮০০ জন এবং মারা গেছে ৪২,৩৪০ জন। এদিকে, এ  ভাইরাসের যুক্তরাষ্ট্রে এখন আক্রান্তের সংখ্যা ১৮৮৫৯২ এবং মৃত্যু হয়েছে ৪০৫৫ জনের। গত মঙ্গলবারই মৃত্যু হয়েছে ৮৬৫ জনের, যা যুক্তরাষ্ট্রে একদিনের রেকর্ড।

মঙ্গলবার হোয়াইট হাউজ থেকে দেওয়া বক্তব্যে করোনাভাইরাস মহামারীকে 'একটি প্লেগ' হিসেবে বর্ণনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “সামনের দুটো সপ্তাহ হবে খুবই বেদনাদায়ক-খুব খুব কষ্টকর দুটো সপ্তাহ। আমি চাই, সামনে যে খারাপ সময় আসছে, আমেরিকার মানুষ সেজন্য নিজেদের প্রস্তুত রাখুক।” 

এর আগে, সংক্রমণ ছড়ানোর গতি কমাতে পুরো দেশের মানুষকে ঘরে থাকার যে নির্দেশদেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট বলেন, আশার কথা হচ্ছে যেভাবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, শেষের দিকে হয়তো কিছুটা আশার আলো দেখতে পাবো। তবে এই দুই সপ্তাহ খুবই কষ্টদায়ক হতে যাচ্ছে।

সৌজন্যে : বিডি প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/১ এপ্রিল ২০২০/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন